অনিন্দর কথা

আমাদের ছেলে অনিন্দ এর বর্তমান বয়স সাড়ে ৬ বছর। আমাদের ছেলের বয়স যখন ১ বছর ১০ মাস তখন সাহস এর ব্যাপারে জানতে পারি। সাহস এ প্রশিক্ষণ নেওয়ার পরেও আমাদের বিশ্বাস হয়নি যে এই পদ্ধতির মাধ্যমে আমাদের ছেলে কথা শুনতে, বুঝতে ও বলতে শিখবে। তা সত্ত্বেও আমরা সাহস এর প্রয়োগ কৌশল অবলম্বন করতে থাকি। রাস্তা ঘাট, বাজার, মেলা, খেলার মাঠ, রান্না ঘর ইত্যাদি – সমস্ত জায়গা কেই আমরা প্রশিক্ষণের ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে থাকি। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে লোকে আমাদের পাগল হিসেবে দেখতো। কিন্তু আমরা ওসবের তোয়াক্কা না করে নিজের কাজ করে গেছি। সাহস এর প্রত্যেকটি কর্মসূচিতে উপস্থিত থেকে ছোট ছোট সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। প্রয়োজনানুসারে সাহস এর স্যার ম্যাডাম ও অন্যান্য অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি।

বর্তমানে আমার ছেলে স্বাভাবিক কথাবার্তা বলে। স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে খেলাধূলা ও মেলামেশা করে। একটি ইংরেজি মাধ্যম স্কুলে অন্যান্য সাধারণ শিশুর মতো লেখাপড়া করে।

এই অসম্ভব কাজকে বাস্তবে করা সম্ভব হয়েছে একমাত্র সাহস এর জন্য।

মল্লিকা ও নিশীথ গরাই,

রানীগঞ্জ, পশ্চিম বঙ্গ