আয়ান এবং সাহস
আমার ছেলের নাম আয়ান। ওর mild autism আছে। ওর বয়স যখন ৩ বছর ৭ মাস তখন আমরা সাহস এ আসি একরাশ আশা ও ভরসা নিয়ে যাতে ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে। ইতিপূর্বে আমরা অনেক জায়গায় ঘোড়া সত্ত্বেও ওকে কথা বলাতে পারিনি। প্রথম যখন আমরা ওর অটিজম এর কথা জানতে পারি তখন স্বাভাবিক ভাবেই একই রকম সমস্যা আছে এমন আর পাঁচ জন মানুষের মতো ভেঙে পড়ি এবং ভ্রান্ত ধারণা নিয়ে দুশ্চিন্তায় ভুগতে থাকি। কিন্তু সাহস এ এসে যখন ক্লাস করি তখন কিছুটা সাহস পেলেও ভয় তখন ও ছিল যে আয়ান আদৌ কথা বলবে কি না।
সাহস এর ট্রেনিং নিয়ে অসীম ধৈয্যের সঙ্গে কাজ করা শুরু করলাম ও প্রথম তিন মাসের মধ্যেই আমরা প্রথম সাফল্যের সাধ পেলাম। আয়ান শব্দ বলতে শুরু করলো। ছয় মাসের মধ্যেই ওর ব্যবহার এর অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। আমাদের ছেলের উন্নতির জন্য আমাদের বাড়ির সকল সদস্য ও সাহস এর প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ।
এখন আয়ান অনেক কথা বলে। ভাষাগত কিছু সমস্যা এখনও আছে। ও আর পাঁচ জন সাধারণ শিশুর মতোই সাধারণ স্কুলে পড়ে এবং ওর মতো করে অনেক কথা বলে ও অনেকটাই স্বাভাবিক ভাবে কাজকর্ম করে। আশা করি আগামী দিন গুলো তেও আয়ান অনেক এগিয়ে যাবে। আমি ভাবতেই পারিনি আয়ান এই অল্প সময়ের মধ্যেই এতটা স্বাভাবিক হয়ে যাবে। এসবই সম্ভব হয়েছে সাহস এর সহযোগিতায়। আযানের পুরোপুরি স্বাভাবিক জীবন গড়তে আগামী দিনেও একই রকম ভাবে সাহস কে কাছে পাবো এই আশা রাখি।
অর্পিতা ও অমিত মন্ডল,
দুর্গাপুর, পশ্চিম বঙ্গ