সোহানার কথা
আমাদের একমাত্র মেয়ে সোহানা কে নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। যখন ওর চার বছর বয়স তখনও ও কথা বলতে শুরু করেনি। আমরা একজন শুভানুধ্যায়ীর কাছে সাহস এর ঠিকানা পাই। সেখানে গিয়ে বধির শিশুর ভাষা শিক্ষা পদ্ধতি শিখে সোহানাকে ভাষা শেখানোর কাজ করতে শুরু করি। এখন সোহানা কথা বলতে শুরু করেছে। আশা করি আমরা সোহানা কে ভাষা শিখিয়ে স্বাভাবিক জীবনে নিয়ে যেতে পারবো। সাহস কে আমাদের সশ্রদ্ধ প্রণাম ও কৃতজ্ঞতা জানাই।
জিনিয়া খাতুন ও জহিরুদ্দিন শেখ,
কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বঙ্গ