সাহস ও সন্দীপন

প্রথমেই সাহস এর স্যার ও ম্যাডাম কে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যমী পিতা মাতা দের শুভেচ্ছা ও সন্তানসম ছেলেমেয়েদের প্রাণভরা ভালোবাসা।  

২০১৪ সালে তমলুকের একজন শুভানুধ্যায়ীর কাছ থেকে সাহস এর ঠিকানা পেলাম। তখন আমাদের ২ বছরের সন্তান সন্দীপন দু একটা মাত্র শব্দ শিখেছে। ও কি ভাবে ভাষা শিখবে – এই সংশয় নিয়ে সাহস এ এলাম। এসে স্যার ও অংশুর সাথে কথা বলে একবুক আশা এবং আত্মবিশ্বাস সঙ্গে করে ঘরে ফিরলাম।

এরপর সাহস এ পিতামাতাদের শিক্ষণশিবিরে অংশগ্রহণ করে প্রাপ্ত শিক্ষা অনুযায়ী কাজ শুরু করলাম। সবকিছু ছেড়ে শুধু auditory training ও sound awareness! পাগলের মতো চলতে লাগলো শব্দের পর শব্দ খোঁজা। প্রায় ৬৫ কেজি খবরের কাগজ থেকে সংগ্রহ হলো প্রায় ৪৫০০ শব্দ ও তা সন্দীপন শিখলো।

অসাধ্য সাধন হলো। প্রথমে একটা, তারপর দুটো তিনটে শব্দ ব্যবহার করে কথা বলা শুরু করলো সন্দীপন। ক্রমে ক্রমে প্রচুর কথা বলল – এমনকি গল্প বলতেও শুরু করলো। ওর গল্প বলাটা আমরা বেশ উপভোগ করতে লাগলাম।

এখন ও প্রথম শ্রেণী তে পড়ে। ওর শ্রেণীর সহপাঠীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ও নিজেকে অন্যান্য মেধাবী ছাত্রদের সঙ্গে একই তালিকায় রাখতে পারছে।

সকল গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে সন্দীপন জীবনে জয়ী হোক এই প্রার্থনা জানাই।

সোমা ও বুদ্ধদেব দাস

পূর্ব মেদিনীপুর, পশ্চিম বঙ্গ