সঙ্গীতার বধিরতা

আমাদের মেয়ে সঙ্গীতার বয়স এখন ৮ বছর। সঙ্গীতার বধিরতা ধরা পরে ২ বছর বয়সে। কিন্তু শ্রবণযন্ত্র ব্যবহার করে কি ভাবে ভাষা শেখাতে হবে তা জানতে আরো ৬ মাস সময় লাগে। আমাদের মেয়ে যখন ২ বছর ৬ মাস বয়স তখন দুর্গাপুরের সাহস এর কথা জানতে পারি। সাহস এ এসেই জানতে পারি কি ভাবে এই বধির শিশুদের ভাষা শেখানো হয়। আমরা সাহস থেকে ট্রেনিং নিয়ে আমাদের মেয়ে সঙ্গীতা কে ভাষা শেখানোর কাজ শুরু করি। এখন আমাদের মেয়ে ভালো কথা বলতে পারছে। এই ভালো ভাষা শেখার পেছনে সাহস এর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাহস থেকে বধির শিশুদের ভাষা শেখার পদ্ধতি তো শিখেছিই, তা ছাড়া উন্নত মানের  শ্রবণযন্ত্র আমরা পেয়েছি যা আমাদের মেয়ে কে পরিষ্কার শব্দ শোনাতে সাহায্য করছে। শ্রবণযন্ত্রে মেরামতি থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা আমরা সাহস থেকে পাই।  

দেবশ্রী ও সুশান্ত পাল

বাঁকুড়া, পশ্চিম বঙ্গ